নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার বাজরা বাজারে চার আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলার বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
নোয়াখালীতে ছাত্রদের ওপর হামলার বিচারের দাবিতে মানববন্ধন
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে ঢাকা-নোয়াখালী হাইওয়ে সড়ক অবরোধ করে এই মানববন্ধন হয়। মানববন্ধনে এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় সন্ত্রাসী মো. জনি, মো. টিপু ও চেয়ারম্যান মীরন অর রশীদ মিরনের নেতৃত্বে বিভিন্ন সন্ত্রাসী বাহিনী সাধারণ মানুষের ওপর হামলা, চাঁদাবাজী ও নির্যাতন করে আসছে। অবিলম্বে এই এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান চালিয়ে তাদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।
নির্যাতনের শিকার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জহিরুল ইসলাম বলেন, স্থানীয় সন্ত্রাসী মোহাম্মদ জনি রাতের বেলায় মদ খেয়ে হঠাৎ আমার পায়ে মেশিন দিয়ে ড্রিল করে আমাকে পঙ্গু করে দেয়। এ ঘটনায় বিচার চেয়েও বিচার পাইনি। আমি বর্তমানে তার উপযুক্ত শাস্তি চাই।
ভুক্তভোগী নুর হোসেন লিটন জানান, জনি, সাহেদ, জহির, জাবেদ ও ইউসূপ মীর্জার নেতৃত্বে গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-ছাত্রীদের ওপর হামলা চালায়। এসময় আমি ভিডিও করায় তারা আমার বাড়ি ঘরে হামলা করে। এরপর আমাকে মারধর করে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। এই ঘটনায় থানায় মামলা করলে এখন পর্যন্ত সন্ত্রাসীদের গ্রেফতার করতে পারে নাই পুলিশ। আমি অবিলম্বে তাদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।
মানববন্ধনে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষসহ উপস্থিত ছিলেন— সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান, আজাদ হোসেন আজাদ, মো. সাইফুল ইসলাম পাটোয়ারী, মো. বেলাল হোসেন, সুখ মিয়া সুমনসহ প্রমুখ।
আরও দেখনঃ